-->

Accounting The Language of Business Brief Questions and Answer হিসাব বিজ্ঞান কি?

হিসাব বিজ্ঞান কি?দু'তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয় কোথায়?পাবলিক হিসাববিজ্ঞান কি? হিসাব তথ্য ব্যবহারকারী পক্ষগুলো করা?হিসাবরক্ষণের প্রধান কাজ কি?





Q: হিসাব বিজ্ঞান কি?

উত্তর: হিসাব বিজ্ঞান হল এমন একটি তথ্য ব্যবস্থা যা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত করণ লিপিবদ্ধকরন ও প্রক্রিয়াকরণ করে তা তথ্য ব্যবহার করে নিকট সরবরাহ করে।


Q: আধুনিক হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তর:: লুকা ডি প্যাসিওলিকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়।


Q: AAA কর্তৃক প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞা টি কি?

উত্তর: হিসাববিজ্ঞান হলো অর্থনৈতিক তথ্যসমূহ শনাক্তকরণ, পরিমাণ ও সরবরাহের মাধ্যমে এর ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে প্রক্রিয়া। 


Q: হিসাব তথ্য কি?

উত্তর: হিসাব তথ্য বলতে লেনদেন, আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদন কে বোঝায় যা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহারকারীর নিকট সরবরাহ করা হয়।


Q: হিসাব তথ্য ব্যবহারকারী পক্ষগুলো করা?

ক) অভ্যন্তরীণ ব্যবহারকারী খ) বাহ্যিক ব্যবহার করি


Q: হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?

উত্তর: যারা প্রতিষ্ঠানের ভিতরে থেকে পরিকল্পনা ও সংগঠন করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যায় যেমন বিপণন ব্যবস্থাপক, উৎপাদন তত্ত্বাবধায়ক, আর্থিক পরিচালক ,কোম্পানির কর্মকর্তা।


Q: হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?

Q: হিসাব তথ্যের বহিঃস্থ ব্যবহারকারী কারা?

উত্তর:হিসাব তথ্যের বহিঃস্থ ব্যবহারকারী হল বিনিয়োগকারী, পাওনাদার, নিরীক্ষক, ঋণদাতা কোম্পানি, কর উপদেষ্টা, কর কর্তৃপক্ষ, সরকার দেনাদার, জনগণ।


Q: আর্থিক হিসাববিজ্ঞান কি?

উত্তর: আর্থিক হিসাববিজ্ঞান হিসাববিজ্ঞানের একটি ক্ষেত্র যা বিনিযোগ কারী পাওনাদার ও অন্যান্য বহি:ব্যবহারকারীদের কে অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলী সরবরাহ করে ।


Q: ব্যবস্থাপনার হিসাব বিজ্ঞানের কি?

উত্তর: হিসাববিজ্ঞানের একটি ক্ষেত্র যেটা ব্যবস্থাপক এবং অন্যান্য আত্ন:ব্যবস্থাকারী কে অর্থনৈতিক এবং  আর্থিক তথ্য সরবরাহ করে।


Q: পাবলিক হিসাববিজ্ঞান কি?

উত্তর: সনদপ্রাপ্ত হিসাববিজ্ঞানীগণ স্বাধীনভাবে পেশা হিসেবে যে হিসাব কার্য সম্পাদন করে থাকে তাকে পাবলিক হিসেবে বিজ্ঞান বলে।


Q: প্রাইভেট হিসাববিজ্ঞান কি?

উত্তর: পেশাদার হিসাববিজ্ঞানীগণ বেতনভুক্ত কর্মচারী হিসেবে যে হিসাব কার্য সম্পাদন করে থাকে তাকে প্রাইভেট হিসাব বিজ্ঞান বলে।


Q: হিসাববিজ্ঞানের কার্যাবলী কত প্রকার?

উত্তর: হিসাব বিজ্ঞানের কার্যাবলী দুই প্রকার। ক) তত্ত্বাবধান মূলক কাজ খ) পরিচালন সংক্রান্ত কাজ


Q: হিসাব রক্ষণ কি?

উত্তর: হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞানের একটি অংশ যা শুধুমাত্র আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে।


Q: নিরীক্ষা কি?

উত্তর: নিরীক্ষা হল সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী কর্তৃক আর্থিক বিবরণী উপস্থাপনা নিখুঁত কিনা তা পরীক্ষা করে মতামত দেয়।


Q: কর ব্যবস্থা কি?

উত্তর: কর ব্যবস্থা হলো পাবলিক হিসেবে বিজ্ঞানের একটি ক্ষেত্র যেখানে কর সংক্রান্ত পরিকল্পনা কর উপদেশ উৎসে কর কর্তন কর ফেরত বিরোধ নিষ্পত্তি এবং আয়কর নির্ধানী প্রস্তুত বিষয়ক জড়িত থাকে।


Q: হিসাব বিজ্ঞানের নৈতিকতা কি?

উত্তর: হিসাব বিজ্ঞানের নৈতিকতা হলো পেশাদার হিসেব বিজ্ঞানীগণ বা পাবলিক হিসাব বিজ্ঞানীগণ যে নৈতিকতার মানদণ্ডে সততা, নিষ্ঠা, সঠিকতা ও নিরপেক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে থাকে। 


Q: আন্তর্জাতিক হিসাব মান কমিটি কবে গঠিত হয়?

উত্তর: ১৯৭৩ সালে।


Q: মালিকানা স্বত্ব কি?

উত্তর: প্রতিষ্ঠানের মোট সম্পত্তির ওপর মালিকের দাবী কে মালিকানা সত্য বলে।


Q: দু'তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয় কোথায়?

উত্তর: ইতালির ভেনিস নগরীতে.


Q: আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম কত শতাব্দীতে?

উত্তর: পঞ্চদশ শতাব্দীতে


Q: হিসাববিজ্ঞানকে কি বলা হয়?

উত্তর: হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়।


Q: হিসাব বিজ্ঞানের প্রধান শাখা গুলো কি?

 উত্তর: আর্থিক হিসাববিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান, ও ব্যবস্থাপকীয় হিসাববিজ্ঞান. 


Q: বিনিময় যোগে করঙ্গতে হিসাব রাখতো কিভাবে?

উত্তর: বাসের কাঠি দিয়ে।


Q: বিনিময় যুগে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে হিসাব রাখতে কিভাবে?

উত্তর: পোড়ামাটি , মোম, তাম্রপাত্র, ও কাঠ খোদাই করে।


Q: বিনিময় যুগে মিশরীরা হিসাব রাখতো কিভাবে?

উত্তর: আবলুস কাঠে, আইভরি প্লেটে, ও শ্লেট পাথরে।


Q: মুদ্রা যুগে ইংরেজ ব্যবসায়ীরা কিভাবে হিসাব রাখতো?

উত্তর: টালি নাম খাঁজ কাটা চ্যাপ্টা কাঠের লাঠির মাধ্যমে।


Q: হিসাব বিজ্ঞানের আদি ভূমি বলা হয় কোন স্থানকে ?

উত্তর:ইতালিকে।


Q: হিসাবরক্ষণের প্রধান কাজ কি?

উত্তর: আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করা।


Q: লুকাল প্যাসিওলি পেশায় কি ছিলেন?

উত্তর: গণিত শাস্ত্রবিদ ও দার্শনিক।


Q: হিসাব রক্ষণের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক কি?

উত্তর: হিসাবরক্ষণ হিসাববিজ্ঞানের অংশবিশেষ।


Q: হিসাব বিজ্ঞান যাদের নিকট তথ্য সরবরাহ করে তাদের কে কি বলা হয়?

উত্তর: তথ্য ব্যবহারকারী।



আপনার পছন্দ হতে পারে