-->

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ড নামের বানান সংশোধন এর জন্যে অনলাইন আবেদন

Nu registration card correction form pdf download, national University registration card correction online application

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ড নামের বানান সংশোধন এর জন্যে অনলাইন আবেদন করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ড নামের বানান সংশোধন এর জন্যে অনলাইন আবেদন




অনেকেরই SSC , HSC তে নিজের , পিতা-মাতার নামের নামের বানান ভুল থাকে। সেক্ষেত্রে সেটা সংশোধন করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এবং রেজিস্ট্রেশন কার্ডে ও ভুল তথ্য থাকে। তো আপনি যদি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার সংশোধন করতে চান তাহলে আপনাকে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ডে নামের বানান সংশোধন করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে:

1. অনলাইন আবেদন:

প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করুন: http://103.113.200.68/nu-app/studentregistration 

Course Name, Sub Course Name, Session, Registration No এগুলোর খালি ঘরে স্টুডেন্টের সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। 

পরবর্তী অপশনে গিয়ে আপনার ফোন নাম্বার, ও ইমেইল দিন। Send OTP অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার ও ইমেইলে একটি OTP কোর্ড যাবে সেটা নিচের খালি ঘরে বসিয়ে Submit করুন। এখন রেজিস্ট্রেশন হয়ে গেলে, লগইন ড্যাসবোর্ডে নিয়ে যাবে, এবং আপনার ইমেইলে একটি username এবং password পাঠাবে। এই লগিন ড্যাশবোর্ড থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এবার জে ড্যাশবোর্ড এ নিয়ে যাবে সেখান থেকে আপনার ছবি , SSC, HSC তথ্য পূরণ করুন। এবং নিচের দিক থেকে update profile এ ক্লিক করুন।

এর পরে বামপাশে নিচে দিকে Academic Services এর পাশে apply বাটনে ক্লিক করুন। এর পরে যে পেজে নিয়ে যাবে সেখান থেকে "Registration Correction" অপশনটি নির্বাচন করুন।

আপনি কি নামের বানান আংশিক পরিবর্তন করবেন নাকি , নাম চেঞ্জ করবেন সেটি পুরুন করুন। এর পরে নিচের দিক থেকে আপনার SSC সার্টিফিকেট অনুযায়ী সঠিক নামের বানান পূরণ করুন।

এবার নিচের দিক থেকে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করে আবেদনটি সাবমিট করুন।

আবেদন পত্রের সহিত নিম্নে উল্লেখিত কাগজ পত্র সমূহ অবশ্যই সংযুক্ত করতে হবে।

I) ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র। নমুনা ফাইল: download 

II) পাসপোর্ট সাইজের এক কপি ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত)।

III) ভোটার আইডি কার্ড ছাত্র/ছাত্রী, পিতা ও মাতা তিন জনের (সত্যায়িত ফটোকপি) অথবা জন্ম সনদ (যদি ভোটার আইডি কার্ড না থাকে)।

IV) জাতীয় বিশ্ববিদ্যালয় এর মূল রেজিস্ট্রেশন কার্ড।

V) এসএসসি ও এইচএসসি সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

VI) বোর্ড সংশোধনের চিঠি (যদি এসএসসি ও এইচএসসি সংশোধিত হয়ে থাকে)।

সকল তথ্য কেন মাত্র  PDF format হতে হবে। File Size : সর্বোচ্চ 2MB (শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করুন। )

২. আবেদন ফি:

আবেদন ফি ৫০৬ টাকা, যা সোনালী ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) এর মাধ্যমে প্রদান করা যাবে।

৩. আবেদনের পরবর্তী প্রক্রিয়া:

আবেদন সাবমিট করার পর পেমেন্ট স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫ কর্মদিবস সময় লাগে।

বি.দ্র.: রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের পর এডমিট কার্ড, সার্টিফিকেট এবং নম্বরপত্রেও একইভাবে সংশোধন করতে হবে। প্রতিটি ধাপে সংশোধিত পূর্বের ডকুমেন্ট জমা দিতে হবে।

এভাবে না বুঝলে নিচের টিউটোরিয়াল ভিডিও টি দেখতে পারেন: 


Nu registration card correction form pdf download

ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র। নমুনা ফাইল: download 



আপনার পছন্দ হতে পারে