হ্যালো বন্ধুরা আমরা আজকে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা, অর্থাৎ সাধারণ জাবেদা শিখব।কিভাবে খুব সহজে জাবেদা নির্ণয় করা যায় ঃ
আমাদের জাবেদার এই পর্ব টি ভিডিও আকারে দেখতে এখানে তে ক্লিক করন
তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যে কিভাবে খুব সহজে আপনারা হিসাব বিজ্ঞান এর সাধারণ জাবেদা শিখতে পারেন। হিসাববিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে দুতরফা দাখিলা অর্থাৎ জাবেদা। এটা ছাড়া কখনই হিসাব বিজ্ঞানের অংক করতে পারবেন না।আপনাকে অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে বুঝতে হবে ।তবে আপনা্রা কখনোই এগুলো না বুঝে মুখস্ত করতে যাবেন না। তা না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল টি...
*
তো বন্ধুরা হিসাব বিজ্ঞান এর জাবেদার পাঁচটি সূত্র রয়েছে সেই পাঁচটি সূত্রের মধ্যে আমরা আজকে প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো সেই সূত্রটি হচ্ছে
¥
সম্পদ বৃদ্ধি পেলে = ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে = ক্রেডিট।
এখন আপনাদের মাঝে দুটি প্রশ্ন থাকতে পারে প্রথম টি হচ্ছে সম্পদ কাকে বলে বা কোন গুলো আর এই সম্পদ কিভাবে বৃদ্ধি বা হ্রাস পায় । তো এখন আমরা সেটা নিয়ে কথা বলব। প্রথমে কথা বলব যে সম্পদ কোন গুলো।
সম্পদ সমূহঃ নগদ টাকা, ব্যাংক জমা, আলমারি, যন্ত্রপাতি, কলকব্জা, মেশিন, দালানকোঠা, ভূমি, জমি, আসবাবপত্র ,ফ্রিজ, টিভি ,চেয়ার–টেবিল , এসি , এয়ার কন্ডিশন ,জেনারেটর ,কম্পিউটার, দেনাদার ,প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট ,প্রাপ্য বিল, কপিরাইট , ইজারা সম্পত্তি, ট্রেড লাইসেন্স, ইত্যাদি এরকম আরো অনেক সম্পত্তি রয়েছে। সম্পদ সমুহের তালিকা দেখতেঃ এখানে ক্লিক করুন
এখন কথা হচ্ছে এই সম্পদ গুলো কিভাবে বৃদ্ধি পায় বা কিভাবে হ্রাস পায়।
কিভাবে সম্পত্তি বৃদ্ধি পায় : ধরুন আপনার বাড়িতে একটি আলমারি রয়েছে এখন আপনি বাজার থেকে আরো একটি আলমারি ক্রয় করে আনলেন তাহলে কি হলো আপনার আগে একটি আলমারি ছিল, এখন নতুন একটি আলমারি আসলো । এতে করে কি আপনার একটি সম্পদ বেড়ে গেল না ?? হ্যাঁ আপনার নতুন আরেকটি আলমারি নামে সম্পদ বৃদ্ধি পেল কারণ আগে একটি ছিল আর এখুন দুটি । এভাবেই সম্পদ বৃদ্ধি পায়। অর্থাৎ নতুন সম্পদ ক্রয় করলেই সেই সম্পদ টি বৃদ্ধি পায়।
* এখন সম্পদ হ্রাস পায় কিভাবেঃ তো বন্ধুরা আপনারা যখন বাজার থেকে আলমারি ক্রয় করে আনলেন তখন আপনারা কিন্তু আলমারি টা ফ্রিতে ক্রয় করে আনেন নি , অবশ্যই নগদ টাকা দিয়ে ক্রয় করেছেন । এতে করে আপনার নিকট থেকে নগদ টাকা চলে যাচ্ছে সেই দোকানদারের কাছে,আর দোকানদার আপনাকে দিচ্ছে আলমারি । তো দেখুন আমরা কিন্তু আগেও বলেছিলাম নগদ টাকা একটি সম্পদ এবং আলমারিও একটি সম্পদ, এখানে মূলত কি হচ্ছে, আপনি যখন বাজার থেকে আলমারি ক্রয় করেছেন তখন আলমারি নামে একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর অন্যদিকে আপনার নগদ টাকা চলে যাচ্ছে মানে হ্রাস পাচ্ছে । অর্থাৎ এক দিকে আলমারি নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর অন্য দিকে নগদ সম্পদ কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে । এভাবেই সম্পদ বৃদ্ধি পায় এবং হ্রাস পায়।
@ এবার আসুন একটি জাবেদা সমাধান করিঃ ধরুন প্রশ্নে এসেছেঃ
- জনাব করিম ১০০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করলেন এর জাবেদা কর?..…
শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞানের অংক করার সময় মনে করতে হবে যে এই অংকের হিসাব টি আমার নিজের । অর্থাৎ এই জনাব করিম আমি নিজেই এভাবে চিন্তা করলে অংক বুঝতে সহজ হবে।
এবার এই জাবেদা টি আমরা একটূ ভেঙ্গে বুঝার চেষ্টা করি, প্রথমে লেনদেন টি পড়ার পরে আমাদের দেখতে হবে এখানে কি বুঝাচ্ছে , নগদ ১০০০০ টাকা দিয়ে আলমারি ক্রয় । মানে আলমারি টি নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে , তাই আলমারি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অন্য দিকে নগদ টাকা হ্রাস পেয়েছে ।
এখন দেখুন যেহেতু জনাব করিম ১০,০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেছে তাহলে জাবেদা টি কেমন হবে।
আলমারি হিসাব ডেবিট =১০,০০০ টাকা
নগদান হিসাব ক্রেডিট=১০,০০০ টাকা
নিচে জাবেদার ঘর করে দেখানো হলো..
তো চলুন বন্ধুরা এরকম আরো কিছু জাবেদা আমরা দেখি।
২। ১৫,০০০ টাকা একটি এসি ক্রয় ।
এখানে খেয়াল করে দেখুন এই লেনদেন টি নগদ টাকায় হয়েছে নাকি বাকিতে হয়েছে সেটি বলা নেই, যখুন দেখবেন লেনদেনের ভিতর বাকিতে বা নগদে কোনো কিছুই উল্ল্যেখ থাকবেনা তখুন ধরে নিতে হবে এই লেনদেনটি নগদে হয়েছিল । মানে এই এসি টি নগদ টাকায় ক্রয় করা হয়েছিল। এক্ষেতে এর জাবেদা হবে ঃ
এসি হিসাব ডেবিট =১৫০০ টাকা
নগদান হিসাব ক্রেডিট=১৫০০০টাকা
---------------------------------------------------
৩। ব্যাংক চেকের মাধ্যমে ৫০,০০০ টাকা মেশিন ক্রয় ।
এখানে দেখুন উল্লেখ রয়েছে ব্যাংক চেকের মাধ্যমে মেশিন ক্রয় , তার মানে টাকা টা এবার আর নগদে দেয়া হয় নাই , তো কিভাবে দেয়া হয়েছে চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে । অর্থাৎ এবার আমাদের টাকা ব্যাংক থেকে চলে যাচ্ছে , মানে ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে ।আর অন্য দিকে মেশিন নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে । তাই এর জাবেদা হবে
মেশিন হিসাব ডেবিট= ৫০,০০০
ব্যাংক হিসাব ক্রেডিট= ৫০,০০০
.jpg) |
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ছবি তে ক্লিক দেন। |
৪। পন্য তৈরি করার জন্য একটি যন্ত্রপাতি ক্রয় যার মূল্য ৬০,০০০ টাকা।
এখানেও খেয়াল করে দেখুন এই লেনদেন টি নগদ টাকায় হয়েছে নাকি বাকিতে হয়েছে নাকি চেকের মাধ্যমে হয়েছে কিছুই বলা নেই, যখুন দেখবেন লেনদেনের ভিতর বাকিতে বা নগদে বা কোনো কিছুই উল্ল্যেখ থাকবেনা তখুন ধরে নিতে হবে এই লেনদেনটি নগদে হয়েছিল । মানে এই এই যন্ত্রপাতি টি নগদ টাকায় ক্রয় করা হয়েছিল। তাই এর জাবেদা হবে ঃ
যন্ত্রপাতি পত্র হিসাব ডেবিট =৬০০০০টাকা
নগদান হিসাব ক্রেডিট =৬০০০০টাকা
---------------------------------------------------
৫। ১,০০,০০০ টাকা দিয়ে সিটি ব্যাংকে একাউন্ট খোলা হয়।
এই লেনদেনের মানে হচ্ছে প্রতিষ্ঠান থেকে নগদ ১,০০,০০০ টাকা দিয়ে সিটি ব্যাংকে একাউন্ট খোলা হয়। এতে করে প্রতিষ্ঠান থেকে নগদ সম্পদ হ্রাস পায়, এবং সিটি ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়।
তাই এর জাবেদা হবে...
সিটি ব্যাংক হিসাব ডেবিট =১,০০,০০০
নগদান হিসাব ক্রেডিট=১,০০,০০০
------------------------------------------------------------
৬। ব্যাংকের মাধ্যমে ৫০০০ টাকা দিয়ে একটি আসবাব পত্র ক্রয় করা হয়।
ব্যাংকের মাধ্যমে ক্রয় করাতে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পায় , অন্য দিকে ব্যাংক হতে টাকা চলে যায়, বা ব্যাংক সম্পদ হ্রাস পায় ।
তাই এর জাবেদা হবে .
আসবাব পত্র হিসাব ডেবিট=৫০০০ টাকা
ব্যাংক হিসাব ক্রেডিট=৫০০০ টাকা
----------------------------------------------------
৭। সাহিন কে ৫,০০০ টাকা ধার দেয়া হল।
যদি কোন কাউকে ধার দেয়া হয় অথবা কারুর নিকট বাকিতে বিক্রয় করা হয় তবে দেনাদার বা প্রাপ্য নামক সম্পদ বৃদ্ধি পায়। যেহেতু এই লেনদেনের ভিতর আমরা সাহিন কে ধার দিচ্ছি তাই আমাদের নিকট এখুন দেনাদার সাহিন নামক সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি পাবে, অন্য দিকে সাহিন কে নগদ টাকা দেয়ায় প্রতিষ্ঠান থেকে নগদ সম্পদ হ্রাস পাবে।
সেই ক্ষেত্রে এই লেনদেনের জাবেদা হবে
প্রাপ্য / দেনাদার হিসাব ডেবিট ৫,০০০
নগদান হিসাব ক্রেডিট ৫০০০
----------------------------------------------------
৮। সাহিনের থেকে নগদ ৫০০০ টাকা পাওয়া গেলো
যদি কোন লেনদেনের ভিতর কোন ব্যক্তির বা প্রতিষ্ঠানের নাম উল্ল্যেখ থাকে আর ধারে, বাকিতে, নগদ কোন কিছু উল্ল্যেখ না থাকে তবে ধরে নিতে হবে যে সেই লেনদেন টি বাকিতে হয়ে ছিল। অর্থাৎ কোন এক সময় আমরা সাহিন কে বাকিতে পণ্য বিক্রয় করে ছিলাম বা ধার দিয়ে ছিলাম। তো সাহিন কে ধার দিলে অথবা সাহিনের নিকট বাকিতে পণ্য বিক্রয় করলে, তবে দেনাদার বা প্রাপ্য নামক সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু এখন যেহেতু সাহিনের থেকে নগদ টাকা পাওয়া যাচ্ছে তার মানে আমরা যে উপরের (৭) তারিখে ধার দিয়ে ছিলাম সেই টাকা এখন পরিশোধ করে দিচ্ছে। এতে করে দেনাদার বা প্রাপ্য নামক সম্পদ হ্রাস পাচ্ছে, আর অন্য দিকে নগদ টাকা পরিশোধ করায় নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে।
সেই ক্ষেত্রে এই লেনদেনের জাবেদা হবে
প্রাপ্য / দেনাদার হিসাব ডেবিট ৫,০০০
------------------------------------
আরেক টা দেখুন ...........
৯। অফিসের জন্যে চেয়ার টেবিল ক্রয় হয় নগদ ১৫০০ টাকা ।
নগদ টাকায় চেয়ার টেবিট ক্রয় করাতে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পায় , অন্য দিকে নগদ সম্পদ হ্রাস পায় ।
তাই এর জাবেদা হবে...
আসবাবপত্র হিসাব ডেবিট =১৫০০
নগদান হিসাব ক্রেডিট=১৫০০
এখন কথা হল যে চেয়ার টেবিল না লিখে আমরা কেন আসবাবপত্র লিখলাম আসলে চেয়ার-টেবিল একটি সম্পদ হলেও এদের আলাদা একটি নাম রয়েছে সেটি হচ্ছে আসবাবপত্র তাই আমরা এখানে চেয়ার টেবিল না লিখে আসবাবপত্র লিখেছি।
১০। ২৫ হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো।
বন্ধুরা কম্পিউটার হচ্ছে এক ধরনের অফিস সরঞ্জাম তো সেই ক্ষেত্রে আমরা জাবেদা করব এভাবে
অফিস সরঞ্জাম হিসাব ডেবিট=২৫০০০ টাকা
নগদান হিসাব ক্রেডিট=২৫০০০ টাকা
----------------------------------------------------
তো বন্ধুরা এভাবে তুমি যদি বুঝ বুঝে হিসাব বিজ্ঞানের জাবেদা গুলো প্যাক্টিস কর তাহলে দেখবে তুমি জাবেদা খুব সহজে বুঝতে পারতেছ। এরকম আরো অনেক জাবেদা দেয় রয়েছে যেগুলো ভেঙে ভেঙে বুঝতে পারলে তোমরা হিসাব বিজ্ঞানের জাবেদার একদম পাক-পক্ত হয়ে যাবে এবং হিসাব বিজ্ঞান খুব সহজেই করতে পারবে ,তো আজকে এ পর্যন্তই পরবর্তী পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন।
👉post টি কেমন লাগল কমেন্ট করে জানাবে. এবং আরও কেমন পোস্ট পেতে চান সেটিও জানাবেন..👈
♥আল্লাহ হাফেজ♥
এই রকম আরও জাবেদা ভিডিও তে সরাসরি দেখতে নিচের ভিডিও লিংকে ক্লিক কর।
সহজে জাবেদা শিখুন, কিভাবে খুব সহজে জাবেদা শিখবেন? হিসাব বিজ্ঞানের জাবেদা
হিসাব বিজ্ঞান সাধারণ জাবেদা পার্ট ০১ ।
Accounting Mama
by Sohaib Ansary
যারা হিসাব বিজ্ঞানে অত্যাধিক দুর্বল এবং খুব সহজেই হিসাব বিজ্ঞান বুঝতে শিখতে চান তারা আমাদের এই একাউন্টিং মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।আমাদের ফেইসবুক পেইজ ফলো করুণ, ও ফেইসবুক গ্রুপে জয়েন হন।
keyword
হিসাব বিজ্ঞান নীতিমালা সাধারণ জাবেদা,
#principal_of_accounting_general_journal_for_bba_part2 #accounting_mama
accounting basics, ssc hisab vigyan math solution,hisab biggan class,accounting equation class 11,accounting class 9-10 chapter 2,accounting class 9-10, হিসাব বিজ্ঞান নবম দশম, হিসাব বিজ্ঞান class 9-10,How to do journal entries in accounting,How to do journal in accounting,How to do journal writing,Easy way to do journal,What is journal,General journal,Adjustment journal entry,Rectifying journal entry,Accounting bangla tutorial,Journal in bangla,Debit Credit and journal,Formula of journal,Rules of debit credit,,হিসাববিজ্ঞান,Introduction to accounting,Basic accounting, How to make journal entries in bangla,হিসাব বিজ্ঞান বই,হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কি, হিসাব বিজ্ঞান প্রশ্ন,হিসাব বিজ্ঞান লেনদেন,হিসাব বিজ্ঞান জাবেদা,hisab biggan class 9,hisab biggan 1st paper,hisab biggan Tutorial,accounting Tutorial bangla,হিসাব বিজ্ঞান টিউটোরিয়াল বাংলা,হিসাব বিজ্ঞানের সূত্র,হিসাব বিজ্ঞান জাবেদা,জাবেদা সমূহ, জাবেদা শেখার সহজ উপায়,নবম, শ্রেণির হিসাব বিজ্ঞান জাবেদা,হিসাব বিজ্ঞান জাবেদা সৃজনশীল,জাবেদা সূত্র, হিসাব বিজ্ঞান খতিয়ান, হিসাব বিজ্ঞান রেওয়ামিল,হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর,হিসাব বিজ্ঞান নবম দশম খতিয়ান,জাবেদা প্রশ্ন ও উত্তর ssc,নবম শ্রেণির হিসাব বিজ্ঞান প্রশ্ন উত্তর,খতিয়ান সৃজনশীল প্রশ্ন, জাবেদা প্রশ্ন ও উত্তর,ডেবিট ক্রেডিট চেনার উপায়,জাবেদা দাখিলা,জাবেদা অংক,হিসাববিজ্ঞান জাবেদা, জাবেদা প্রশ্ন ও উত্তর hsc,ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র,নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন, ডেবিট ক্রেডিট নির্ণয়ের ঘর,জাবেদা প্রশ্ন ও উত্তর একাদশ, জাবেদার উদাহরণ,আধুনিক পদ্ধতিতে ডেবিট-ক্রেডিট নির্ণয়,লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়
2 comments