-->

দায় সমূহের তালিকা day somuher talika list of liabilities in accounting

দায় সমূহের তালিকা day somuher talika list of liabilities,current liabilities examples, দর্ঘমেয়াদি দায় কি কি, চলতি দায় সমূহের তালিকা, স্বপ্ল মেয়াদি

আসুন জেনে নেই দায় সমুহের তালিকা? 

চলতি দায় কাকে বলে ও কি কি ?  চলতি দায় / স্বল্প মেয়াদি দায়ঃ যে দায় গুলো এক বছরের মধ্যে পরিশোধিত হবে সেগুলাই চলতি দায় বা স্বল্প মেয়াদি দায়।         চলতি দায় সমূহ যেমনঃ    ১। পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল।  ২। ব্যাংক জমাতিরিক্ত।  ৩। সকল প্রকায় বকেয়া ব্যয় সমূহঃ বয়েকা ভাড়া, বকেয়া বেতন,  বকেয়া মজুরি, বকেয়া মনিহারি, বকেয়া ঋণের সুদ, বকেয়া  অফিস খরচ,বকেয়া শিক্ষানবিশ ভাতা।  ৪। অনুপার্জিত সেবা আয়, অগ্রিম আয়।  ৫। প্রদেয় কমিশন, প্রদেয় বেতন, প্রদেয় ব্যাংক ঋণের সুদ।  ৬। বন্ধকি ঋণের বকেয়া সুদ।   ৭। অগ্রিম শিক্ষানবিশ সেলামি।  ৮। ব্যবসায়িক ঋণ।  ৯। প্রস্তাবিত লভ্যাংশ।   ____________________________    দীর্ঘমেয়াদী দায় কাকে বলে ও কি কি ?       স্থায়ী দায় / দীর্ঘমেয়াদী দায়ঃ    যে সকল দায় ব্যবসায় প্রতিষ্ঠানে এক বছরের বেশি অথবা দীর্ঘ সময়ের জন্যে নেয়া হয় তাকে স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় বলে।      স্থায়ী দায় / দীর্ঘমেয়াদী দায় সমুহের যেমনঃ  ১। ১০% ঋণপত্র।  ২। বন্ধকি ঋণ।  ____________________________  keyword  current liabilities examples,list of non current liabilities,current assets,current assets examples,current liabilities in balance sheet,is bank overdraft a current liabilities,long-term liabilities,current assets and current liabilities list,চলতি সম্পদ এর তালিকা,দীর্ঘমেয়াদি দায় কি কি,দীর্ঘমেয়াদি দায় কাকে বলে,স্থায়ী দায় কি ক,চলতি সম্পদ ও স্থায়ী সম্পদ,দায়  উদাহরণ,দায় কত প্রকার ও কি কি,  স্বপ্ল মেয়াদি  কাকে বলে ও কি কি

চলতি দায় কাকে বলে ও কি কি ?

চলতি দায় / স্বল্প মেয়াদি দায়ঃ যে দায় গুলো এক বছরের মধ্যে পরিশোধিত হবে সেগুলাই চলতি দায় বা স্বল্প মেয়াদি দায়। 


চলতি দায় সমূহ যেমনঃ


১। পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল।

২। ব্যাংক জমাতিরিক্ত।

৩। সকল প্রকায় বকেয়া ব্যয় সমূহঃ বয়েকা ভাড়া, বকেয়া বেতন,  বকেয়া মজুরি, বকেয়া মনিহারি, বকেয়া ঋণের সুদ, বকেয়া  অফিস খরচ,বকেয়া শিক্ষানবিশ ভাতা।

৪। অনুপার্জিত সেবা আয়, অগ্রিম আয়।

৫। প্রদেয় কমিশন, প্রদেয় বেতন, প্রদেয় ব্যাংক ঋণের সুদ।

৬। বন্ধকি ঋণের বকেয়া সুদ। 

৭। অগ্রিম শিক্ষানবিশ সেলামি।

৮। ব্যবসায়িক ঋণ।

৯। প্রস্তাবিত লভ্যাংশ। 

____________________________

___________________________



আরও পড়ুন>


সম্পদ সংক্রান্ত সাধারণ জাবেদা

ব্যয় সংক্রান্ত সাধারণ জাবেদা

দায় সংক্রান্ত সাধারণ জাবেদা

আয় সংক্রান্ত সাধারণ জাবেদা

মালিকানা স্বত্ব সংক্রান্ত সাধারণ জাবেদা

মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা। 

মালিক কর্তৃক পণ্য উত্তোলন জাবেদা । 

 আগুনে বিনষ্ট পণ্য সাধারন জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয়। 

বিজ্ঞাপনের উদ্দেশ্যে পন্য উত্তোলন জাবেদা


____________________


  • দীর্ঘমেয়াদী দায় কাকে বলে ও কি কি ?

স্থায়ী দায় / দীর্ঘমেয়াদী দায়ঃ

যে সকল দায় ব্যবসায় প্রতিষ্ঠানে এক বছরের বেশি অথবা দীর্ঘ সময়ের জন্যে নেয়া হয় তাকে স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় বলে। 

 স্থায়ী দায় / দীর্ঘমেয়াদী দায় সমুহের যেমনঃ

১। ১০% ঋণপত্র।

২। বন্ধকি ঋণ।

____________________________

keyword

current liabilities examples,list of non current liabilities,current assets,current assets examples,current liabilities in balance sheet,is bank overdraft a current liabilities,long-term liabilities,current assets and current liabilities list,চলতি সম্পদ এর তালিকা,দীর্ঘমেয়াদি দায় কি কি,দীর্ঘমেয়াদি দায় কাকে বলে,স্থায়ী দায় কি ক,চলতি সম্পদ ও স্থায়ী সম্পদ,দায়  উদাহরণ,দায় কত প্রকার ও কি কি,  স্বপ্ল মেয়াদি  কাকে বলে ও কি কি 

____________________________

Accounting Mama

by Sohaib Ansary

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করুন, আমাদের ফেসবুক পেজে লাইক করতে এখানে ক্লিক করুন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিয়মিত আপডেট জানুন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে  এখানে ক্লিক করুন । 


আমাদের ঈউটিউব চ্যানেলঃ accountingmama


যারা হিসাব বিজ্ঞানে অত্যাধিক দুর্বল এবং খুব সহজেই হিসাব বিজ্ঞান বুঝতে শিখতে চান তারা আমাদের এই একাউন্টিং মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।আমাদের ফেইসবুক পেইজ ফলো করুণ, ও ফেইসবুক গ্রুপে জয়েন হন।