চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় কাকে বলে ও কি কি , দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমে়াদি দায় কাকে বলে ও কি কিসব এক সাথে উদাহরণ সহ দেখুন colti day kake bole O ki ki sompod kake bole dirgho meyadi sompod , odrishoman sompod
- চলতি সম্পদ কাকে বলে ও কি কি ?
চলতি সম্পদঃ যে সকল সম্পদ সর্বোচ্চ এক বছরের মধ্যে ব্যবসায়ের স্বাভাবিক প্রকিয়ায় নগদ অর্থে রূপান্তর করা যায় তাহাই চলতি সম্পদ বা স্বল্প মেয়াদি সম্পদ।
চলতি সম্পদ সমূহ যেমনঃ
১। হাতে নগদ, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, নগদ জের।
২। ব্যাংক জমা, ব্যাংক তহবিল, ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক জের।
৩। দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল।
৪। সকল প্রকার অগ্রিম খরচ যেমনঃ অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া,অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম বীমা, অগ্রিম শিক্ষানবিশ ভাতা।
৫। বিক্রয় খতিয়ানের জের।
৬। বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ,প্রাপ্য কমিশন, প্রাপ্য সুদ,
৭। প্রাপ্য আয়, প্রাপ্য বিমা দাবি, প্রাপ্য উপভাড়া।
৮। খুচরা যন্ত্রাংশ যেমনঃ মেরামত সামগ্রী।
৯। বিলম্বিত বিজ্ঞাপন, বকেয়া শিক্ষানবিশ সেলামি।
১০। প্রদত্ত ঋণ, ঋণের প্রাপ্য সুদ, ঋণে অনাদায়ী সুদ।
১১। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মনিহারি, মনিহারি মজুদ,অব্যবহৃত মনিহারি।
![]() |
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ছবি তে ক্লিক দেন। |
___________________________
- চলতি দায় কাকে বলে ও কি কি ?
চলতি দায় / স্বল্প মেয়াদি দায়ঃ
যে দায় গুলো এক বছরের মধ্যে পরিশোধিত হবে সেগুলাই চলতি দায় বা স্বল্প মেয়াদি দায়।
চলতি দায় সমূহ যেমনঃ
১। পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল।
২। ব্যাংক জমাতিরিক্ত।
৩। সকল প্রকায় বকেয়া ব্যয় সমূহঃ বয়েকা ভাড়া, বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া মনিহারি, বকেয়া ঋণের সুদ, বকেয়া অফিস খরচ,বকেয়া শিক্ষানবিশ ভাতা।
৪। অনুপার্জিত সেবা আয়, অগ্রিম আয়।
৫। প্রদেয় কমিশন, প্রদেয় বেতন, প্রদেয় ব্যাংক ঋণের সুদ , প্রদেয় ভাড়া, প্রদেয় সুদ , প্রদেয় বীমা, প্রদেয় উপযোগ খরচ।
৬। বন্ধকি ঋণের বকেয়া সুদ।
৭। অগ্রিম শিক্ষানবিশ সেলামি।
৮। ব্যবসায়িক ঋণ।
৯। প্রস্তাবিত লভ্যাংশ।
______________________________________
স্থায়ী সম্পদ / দীর্ঘমেয়াদী সম্পদঃ
যে সকল সম্পদ দীর্ঘকাল পর্যন্ত ব্যবসায়ে ব্যবহৃত হয় তাহাকে স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ বলে ।
স্থায়ী সম্পদ / দীর্ঘমেয়াদীসমূহ যেমনঃ
১। কলকব্জা, যন্ত্রপাতি।
২। ভূমি, দালানকোঠা।
৩। আসবাবপত্র।
৪। মোটর গাড়ি, ডেলিভারি ভ্যান।
৫। অফিস সরঞ্জাম।
৬। ইজারা সম্পত্তি।
____________________________
___________________________
আরও পড়ুন>
দীর্ঘমেয়াদী দায় কাকে বলে ও কি কি ?
স্থায়ী দায় / দীর্ঘমেয়াদী দায়ঃ
যে সকল দায় ব্যবসায় প্রতিষ্ঠানে এক বছরের বেশি অথবা দীর্ঘ সময়ের জন্যে নেয়া হয় তাকে স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় বলে।যেমনঃ
১। ১০% ঋণপত্র।
২। বন্ধকি ঋণ।
____________________________
বিনিয়োগ সম্পদঃ
বিনিয়োগ করা কেই বিনিয়োগ সম্পদ বলে।
যেমনঃ
১। বিনিয়োগ।
২। ১০% বিনিয়োগ।
৩। সঞ্চপত্র ক্রয়।
___________________________
অদৃশ্যমান সম্পদ কাকে বলে ও কি কি ?
অদৃশ্য মান সম্পত্তিঃ
যে সকল সম্পদ হাত দিয়ে ছোয়া যায় না দেখা যায় না কিন্তু ব্যবসায়িক অস্তিত্ব আছে তাকে অদৃশ্যমান সম্পত্তি বলে। যেমনঃ
১। কপিরাইট।
২। ট্রেডমার্ক।
৩। প্যাটেন্ট।
৪। সুনাম।
৫। লাইসেন্স।
৬। ফ্রানসাইজ।
________________________________________________
3 comments