হিসাব বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পর্ব ১ | accounting mcq quiescen and answer part 1
এখানে সঠিক উত্তর গুলো লাল মার্ক করা থাকবে।
১। কোনটি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত নয়?
ক) সমন্বয় জাবেদা খ) ক্রয় জাবেদা
গ) প্রারম্ভিক জাবেদা ঘ) সমাপনী জাবেদা
২। নগদান বই হিসাবের——
ক) পাস বই খ) প্রাথমিক বই
গ) চূড়ান্ত বই ঘ) প্রকৃত বই
৩। প্রাতিষ্ঠানিক সর্বাধিক চাহিদা পূরণের জন্যে প্রচলিত নগদান বই হলো—
i. নগদপ্রাপ্তি জাবেদা ii. নগদ প্রদান জাবেদা iii. তিন ঘরা নগদান বই
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দিপক থেকে ৪, ৫ ও ৬ নাম্বার প্রশ্নের উত্তর দাওঃ সুরভি এন্তারপ্রাইজ ৫,০০,০০০ টাকায় একটি পুরনো মাইক্রোবাস ক্রয় করে। ৫০,০০০ টাকা মূল্যের যন্ত্রাংশ সংযোজন করে মাইক্রোবাস টি মেরামত করে। পরবর্তীতে মাইক্রবাস টি ৫,৭৫,০০০ টাকা বিক্রয় করা হয়।
৪। সুরভি এন্তারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত টাকা?
ক) ৫০,০০০ খ) ৫,০০,০০০০
গ) ৫,৫০,০০০ ঘ) ৫,৭৫,০০০
৫) মাইক্রোবাস টির বিক্রয়জনিত মুনাফা সুরভি এন্তারপ্রাইজের ______
ক) মূলধন জাতীয় প্রাপ্তি খ) মূলধন জাতীয় আয়
গ) মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ) মুনাফা জাতীয় আয়
৬) সুরভি এন্টারপ্রাইজের মুনাফা কতো টাকা?
ক) ২৫,০০০ খ) ৫০,০০০ গ) ৭৫,০০০ ঘ) ১,২৫,০০০
৭) একই শ্রেণিভুক্ত হিসাব_____
i. বিলের অর্থ আদায় ii. বিলের মাধ্যমে ক্রয়
iii. বিলের মাধ্যমে বিক্রয়
নিচের কোন টি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii, ও iii
৮) অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার প্রথম পদক্ষেপ কোনটি?
ক) জাবেদা হতে খতিয়ানের স্থানান্তর
খ) খতিয়ান হাতের আঙুলে স্থানান্তর
গ) দুপাশের পার্থক্য 2 দ্বারা ভাগ করা
ঘ) যোগফল পরীক্ষা করা
◼️নিচের উদ্দীপকটি পড়ো এবং 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাওঃ
মিম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫০,০০০ টাকা আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসেবে লিপিবদ্ধ করে।
৯) উদ্দীপকের কোন ধরনের ভুল সংঘটিত হয়েছে?
ক) পরিপূরক ভুল খ) নীতিগত ভুল
গ) বেদাখিরা ভুল ঘ) লেখারর ভুল
১০। উক্ত ভুলের সংশোধন নিয়ে জাবেদা দাখিলা কোনটি?
ক) নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট
খ) আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
গ) ক্রয় হিসাব ডেবিট, আআসবাবপত্র হিসাব ক্রেডিট
ঘ) আসবাবপত্র হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট
১১। হিসাব চক্রের ধাপ গুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কি রক্ষা করে?
ক) সমতা খ) সমন্বয়
গ) ব্যালেন্স ঘ) ধারাবাহিকতা
১২। দীর্ঘমেয়াদী দায়ী কোনটি?
ক) পাওনাদার খ) প্রদেয় বিল
গ) বন্ধকী ঋণ ঘ) বকেয়া বেতন
১৩) কোন নীতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?
ক) ব্যবসায়িক সত্তা নীতি খ) ক্রয়মূল্য নীতি গ) সামঞ্জস্যতার নীতি ঘ) রক্ষণশীলতার নীতি
১৪। প্রত্যক্ষ খরচ কোনটি?
ক) ডক চার্জ খ) ব্যাংক চার্জ
গ) রপ্তানি শুল্ক ঘ) বিক্রয় পরিবহন
১৫) কোনটি বিক্রয় উপরি ব্যয়?
ক) টেলিফোন বিল খ) বিজ্ঞাপন
গ) ডাক ও তার ঘ) অফিসের বেতন
১৬। নিলাচর ট্রেডার্সের সিমেন্টের ক্রয়মূল্য ২,২৫,০০০ টাকা ; কুলি খরচ ১০,০০০ টাকা ট্রাকভাড়া ২০,০০০ টাকা এবং গুদাম ভাড়া ৫,০০০ টাকা। নীলাচল ট্রেডার্সের মূখ্য ব্যয় কত টাকা?
ক) ২,২৬,৫০০ খ) ২,৩০,০০০ গ) ২,৪৬,৫০০ ঘ) ২,৫১,৫০০
১৭) 'পারিবারিক তহবিল' আর্থিক বিববরণীতে কি হিসেবে দেখাণ্নো হয়?
ক) সম্পদ খ) দায় গ) আয় ঘ) ব্যয়
১৮) পারিবারিক হিসাব-নিকাশের প্রথম ধাপ কোনটি?
ক) আয়-ব্যয় হিসাব
খ) সম্পদ হিসাব
গ) আর্থিক অবস্থার বিবরণী
ঘ) প্রাপ্তি ও প্রদান হিসাব
১৯) কামরুজ্জামানের পরিবারের বার্ষিক আয়ের ৩,৬০,০০০ টাকা। পারিবারিক বাজেট নমুনায় শিক্ষাখাতে আনুমানিক ব্যয় কত টাকা?
ক) ৩৬০০০-৫৪০০০
খ)৫৪০০০-৭২০০
গ)৭২০০০-৯০,০০০
ঘ)১,০৮,০০০-১,৪৪০০০
___________________________
আরও পড়ুন>
২০) হিসাব নিকাশ এর বৈশিষ্ট্য কোনটি?
ক) সুষ্ঠু পরিকল্পনা
খ) মূল্যবোধ সৃষ্টি
গ) নগদ লেনদেন
ঘ) পারিবারিক সচ্ছলতা
২১) নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা হচ্ছে —
ক) আয় বুঝে ব্যয় করা খ) দায়িত্ববোধের বিকাশ
গ) মূল্যবোধ সৃষ্টি ঘ) জবাবদিহিতা
২২) পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
ক) ডেবিট নোট খ)ক্রেডিট নোট
গ)ক্যাশমেমো ঘ) চালান
২৩) ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর খরচ কোন ধরনের ব্যয়?
ক) মূলধন জাতীয় ব্যয় খ)বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
গ) প্রশাসনিক ঘ) প্রত্যক্ষ
২৪) ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?
i. কর্মকর্তা-কর্মচারী ii. মালিকও ব্যবস্থাপক iii. হিসাব নিরীক্ষক
নিচের কোন টি সঠিক
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii, ও iii
২৫) কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ের সহায়ক ভূমিকা পালন করে?
ক) ব্যবস্থাপনা খ)হিসাব নিরীক্ষণ
গ) হিসাববিজ্ঞান ঘ) পরিকল্পনা
২৬) ব্যবসায়ের সমপ্রসারণ এর ওপর তৃতীয় পক্ষের দাবি কি)
ক) দায় খ) সম্পদ
গ) আয় ঘ) মালিকানা স্বত্ব
২৭) বিক্রেতার নিকট চালান কি নামে অভিহিত?
ক) বহিঃচালান খ) আন্তঃচালান
গ) ডেবিট নোট ঘ) ক্রেডিট নোট
২৮) ব্যবসায় মালিকানা স্বত্ব বৃদ্ধির কারণ কোনটি?
ক) আয়কর খ) জীবনবিমার প্রিমিয়াম
গ) উত্তোলন ঘ) সাধারণ সঞ্চিতি
◼️নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাওঃ
টোরকি বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী জরিনা বেগম এর প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা, উত্তোলন ২৭,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৪২০০০০ টাকা।
২৯) জরিনা বেগমের ব্যবসাযয়ে মুনাফার পরিমাণ কত টাকা?
ক) ৮,০০০ খ) ১৫,০০০ গ) ১৯০০০ ঘ) ২৩০০০
৩০) জরিনা বেগমের ব্যবসায় কোন হিসাব সংরক্ষণের গুরুত্ব কম?
ক) সম্পদ খ) দায় গ) মূলধন ঘ) আয় ও দায়
৩১) দূ'তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোন টি?
ক) সহজ প্রয়োগ খ) সামগ্রিক ফলাফল
গ)দ্বৈত সত্তা ঘ) দাতা ও গ্রহীতা
৩২) অফিসের জন্যে ঘড়ি ক্রয় করলে কোন হিসাব টি ডেবিট হবে?
ক) অফিস সরঞ্জাম খ) অফিস সাপ্লাইজ
গ) মনিহারি ঘ) ক্রয়
৩৩) ক্রেতা বা বিক্রেতা হিসাব রাখে না_
i. কারবারি বাট্টা ii. নগদ বাট্টা iii. ব্যবসায়িক বাট্টা
নিচের কোন টি সঠিক
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii, ও iii
৩৪) কর্মচারীর জামিলের বেতন অপরিশোধিত রয়েছে সঠিক জাবেদা দাখিলা কোনটি?
ক) বেতন হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
খ) নগদান হিসাব ডেবিট
বেতন হিসাব ক্রেডিট
গ) বেতন হিসাব ডেবিট
বকেয়া বেতন হিসাব ক্রেডিট
ঘ) বকেয়া বেতন হিসাব ডেবিট
বেতন হিসাব ক্রেডিট
৩৫) কোনটি পরিচালন আয়?
ক) উপভাড়া খ) শিক্ষানবিশ সেলামি
গ) বাটা প্রাপ্তি ঘ) বিনিয়োগের সুদ
৩৬) ব্যালেন্স পিডি বলতে কী বোঝায়?
ক) নিচ থেকে আনীত খ) পেছন থেকে আনীত
গ) উপর থেকে আনীত ঘ) সম্মূখে নীত
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করুন, আমাদের ফেসবুক পেজে লাইক করতে এখানে ক্লিক করুন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিয়মিত আপডেট জানুন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে এখানে ক্লিক করুন ।
যারা হিসাব বিজ্ঞানে অত্যাধিক দুর্বল এবং খুব সহজেই হিসাব বিজ্ঞান বুঝতে শিখতে চান তারা আমাদের এই একাউন্টিং মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।আমাদের ফেইসবুক পেইজ ফলো করুণ, ও ফেইসবুক গ্রুপে জয়েন হন।
আমাদের ঈউটিউব চ্যানেলঃ accountingmama




Post a Comment