-->

হিসাব বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পর্ব ২ | accounting mcq question and answer part 2

 

১। কখন রেওয়ামিল প্রস্তুত করা হয়?  ক) খতিয়ানের পূর্বে খ) খতিয়ানের পরে   গ) জাবেদার পরে ঘ) জাবেদার আগে     ২) মোট মুনাফা বলতে কি বুঝায়?   ক) বিক্রয় - ক্রয়   (খ) বিক্রিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য    (গ) পরিচলন মুনাফা+ পরিচালন ব্যয়   (ঘ) নিট মুনাফা - পরিচালন ব্যয়     ৩) কোনটি চলতি সম্পদ?  ক) ভূমি খ) যন্ত্রপাতি   গ) আরবাব পত্র ঘ) সমাপনী মজুদ পণ্য    ৪) জাবেদা এবং খতিয়ান উভয়েই কী ?   ক)ক্রয় বহি   খ) বিক্রয় বহি    গ) নগদান বহি  ঘ) রেওয়ামিল    ৫) কোনটি বিক্রয় উপরিব্যয়?  ক) কারখানা ভাড়া   খ) পণ্যের নমুনা বিতরণ  গ) আসবাবপত্রের মেরামত   ঘ) অফিসের বিদ্যুৎ বিল    ৬) পৌর কর কোনটি?   ক) কারখানা উপরে ব্যয়   খ) প্রশাসনিক উপরিব্যয়   গ) বিক্রয় উপরিব্যয়   ঘ) প্রত্যক্ষ খরচ    ৭) কিসের ভিত্তিতে পারিবারিক বাজেট তৈরি হয়?   ক) সম্ভাব্য আয়ের ভিত্তিতে   খ) প্রকৃত আয়ের ভিত্তিতে   গ) সম্ভাব্য আয় ও ব্যয় ভিত্তিতে   ঘ) প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে    ৮) পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায় প্রস্তুত করা হয়?   ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি   ৯) কি হিসেবে পারিবারিক তহবির আর্থি ক অবস্থার বিপরীতে দেখানো হয়?  ক) আয় হিসেবে   খ) সম্পত্তি হিসেবে   গ) দায় হিসেবে  ঘ) ব্যয় হিসেবে    ১০)  আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?   ক) ইংল্যান্ডে  খ) আমেরিকা  গ) ইতালিতে  গ) যুক্তরাজ্যে     ১১) হিসাববিজ্ঞানকে কী বলা হয় ?    ক) ব্যবসায়ের চালিকাশক্তি  খ) ব্যবসায়ের ভাষা  গ ) ব্যবসায়ের চাবি  ঘ) ব্যবসায়ের দর্প    ১২) একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী  i. ঋণ প্রদানকারী ii . সরকার iii . পাওনাদার নিচের কোনটি সঠিক   ক)  i ও ii  খ) i ও iii   গ) ii ও iii  ঘ) i ,ii ও ii    ১৩) A = L + E সমীকরণটির L উপাদানটি নির্দেশ করে  ক ) সম্প  খ) দায়   গ ) ক্ষতি  ঘ) মালিকানাস্বত্ব    ১৪) লেনদেন বলতে কী বোঝায়    ক) দেনা - পাওনা  খ) একটি হিসা  গ ) পণ্য হিসাব  ঘ) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা    ১৫) ব্যাংক থেকে ঋণগ্রহণ কী ?   ক) মূলধনজাতীয় প্রাপ্তি   খ) মুনাফা জাতীয় আয়   গ) মোট আয়   ঘ) নীট আয়     ১৬) লেনদেনসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ?   ক) ৩ ভাগে  খ) ২ ভাগে   গ) ৪ ভাগে   ঘ) ৫ ভাগে     ১৭) একটি ব্যবসায়ের লেনদেনের ফলাফল কী হতে পারে ?  ক) দীর্ঘস্থায়ী   খ) স্বল্পমেয়াদি   গ) স্বল্পমেয়াদি ও দীর্ঘস্থায়ী   ঘ ) মধ্যমেয়াদি     ১৮) ভাউচার কী ?   ক) লেনদেনের প্রমাণপত্র   খ) হিসাবের বই  গ) ক্রেতার বিবরণ   ঘ) বিক্রেতার বিবরণী     ( ১৯) বিনিয়োগ কী ধরনের হিসাব ?  ক) সম্পদ হিসাব খ ) আয় হিসাব গ) ব্যয় হিসাব ঘ) দায় হিসাব   (২০) জাবেদা বলতে কী বোঝায় ?  ক) একটি পূর্ণ হিসাব খ) একটি সংক্ষিপ্ত হিসাব গ) চূড়ান্ত হিসাব ঘ) লেনদেনের ডেবিট - ক্রেডিট বিশ্লেষণ    ২১)  যদি মালিকের অর্থে অফিসের জন্য সম্পদ ক্রয় করা হয় , তখন কোন হিসাব খাত ডেবিট অব ক্রেডিট হবে ? ক) মূলধন হিসাব– ডেবিট খ) মূলধন হিসাব– ক্রেডিট গ) উত্তোলন হিসাব- ডেবিট - ঘ) উত্তোলন হিসাব – ক্রেডিট    ২২) হিসাব হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিক  অপেক্ষা বেশি হলে, কোনটি প্রকাশ করবে ?  ক) ডেবিট ব্যালেন্স  খ) ক্রেডিট ব্যালেন্স  গ) সম্পদ  ঘ) দায়    ২৩) সমাপ্তি ব্যালেন্সের জন্য কোনটি ব্যবহৃত হয় ?  ক) বি/ডি খ) সি/ও  গ) বি/এফ  ঘ) সি/ডি   ২৩) আধুনিককালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ?  ক )চলমান জের ছক   খ) T ছক   খ ) হিসাবের নতুন ছক   ঘ) আধুনিক ছক ,     ২৪) কোন হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স উভয়ই আছে ?   ক) ব্যক্তিবাচক হিসাব   খ) সম্পদ হিসাব   গ) নগদান হিসাব   ঘ) দায় হিসাব    ২৫) নগদান বই সর্বদা কোনটি প্রদর্শন করে ?    ক) নীট মুনাফা   খ) ডেবিট এবং ক্রেডিট উভয় উদ্বৃত্ত    গ ) ক্রেডিট উদ্বৃত্ত   ঘ) ডেবিট উদ্বৃত্ত    ২৬ কন্ট্রা এন্ট্রি কী ?   ক) দুইটি দাখিলা   খ) বিপরীত দাখিলা  গ) প্রারম্ভিক দাখিলা   ঘ) সমন্বয় দাখিলা     ২৭) বকেয়া বেতন কি ধরনের হিসাব?   ক) নামিক হিসাব   খ) সম্পদ হিসাব   গ) দায় হিসাব   ঘ) ব্যয় হিসাব



হ্যালো বন্ধুরা এই পর্বে আমরা একসাথে অনেকগুলো বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সমাধান করব  

এখানে সঠিক উত্তর গুলো লাল মার্ক করা থাকবে।



১। কখন রেওয়ামিল প্রস্তুত করা হয়?

ক) খতিয়ানের পূর্বে খ) খতিয়ানের পরে 

গ) জাবেদার পরে ঘ) জাবেদার আগে 


২) মোট মুনাফা বলতে কি বুঝায়? 

ক) বিক্রয় - ক্রয় 

(খ) বিক্রিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য  

(গ) পরিচলন মুনাফা+ পরিচালন ব্যয়

 (ঘ) নিট মুনাফা - পরিচালন ব্যয় 


৩) কোনটি চলতি সম্পদ?

ক) ভূমি খ) যন্ত্রপাতি 

গ) আরবাব পত্র ঘ) সমাপনী মজুদ পণ্য


৪) জাবেদা এবং খতিয়ান উভয়েই কী ? 

ক)ক্রয় বহি 

খ) বিক্রয় বহি  

গ) নগদান বহি

ঘ) রেওয়ামিল


৫) কোনটি বিক্রয় উপরিব্যয়?

ক) কারখানা ভাড়া

 খ) পণ্যের নমুনা বিতরণ

গ) আসবাবপত্রের মেরামত

 ঘ) অফিসের বিদ্যুৎ বিল


৬) পৌর কর কোনটি? 

ক) কারখানা উপরে ব্যয় 

খ) প্রশাসনিক উপরিব্যয় 

গ) বিক্রয় উপরিব্যয়

 ঘ) প্রত্যক্ষ খরচ


৭) কিসের ভিত্তিতে পারিবারিক বাজেট তৈরি হয়? 

ক) সম্ভাব্য আয়ের ভিত্তিতে 

খ) প্রকৃত আয়ের ভিত্তিতে

 গ) সম্ভাব্য আয় ও ব্যয় ভিত্তিতে 

ঘ) প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে


৮) পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায় প্রস্তুত করা হয়? 

ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি


৯) কি হিসেবে পারিবারিক তহবির আর্থি ক অবস্থার বিপরীতে দেখানো হয়?

ক) আয় হিসেবে

 খ) সম্পত্তি হিসেবে 

গ) দায় হিসেবে

ঘ) ব্যয় হিসেবে


১০)  আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?

 ক) ইংল্যান্ডে

খ) আমেরিকা

গ) ইতালিতে

গ) যুক্তরাজ্যে


 ১১) হিসাববিজ্ঞানকে কী বলা হয় ?  

ক) ব্যবসায়ের চালিকাশক্তি

খ) ব্যবসায়ের ভাষা

গ ) ব্যবসায়ের চাবি

ঘ) ব্যবসায়ের দর্প


১২) একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী

i. ঋণ প্রদানকারী ii . সরকার iii . পাওনাদার নিচের কোনটি সঠিক 

ক)  i ও ii

খ) i ও iii 

গ) ii ও iii

ঘ) i ,ii ও ii


১৩) A = L + E সমীকরণটির L উপাদানটি নির্দেশ করে

ক ) সম্প

খ) দায় 

গ ) ক্ষতি

ঘ) মালিকানাস্বত্ব


১৪) লেনদেন বলতে কী বোঝায় 

 ক) দেনা - পাওনা

খ) একটি হিসা

গ ) পণ্য হিসাব

ঘ) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা


১৫) ব্যাংক থেকে ঋণগ্রহণ কী ? 

ক) মূলধনজাতীয় প্রাপ্তি 

খ) মুনাফা জাতীয় আয় 

গ) মোট আয় 

ঘ) নীট আয় 


১৬) লেনদেনসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ?

 ক) ৩ ভাগে

খ) ২ ভাগে 

গ) ৪ ভাগে 

ঘ) ৫ ভাগে 


১৭) একটি ব্যবসায়ের লেনদেনের ফলাফল কী হতে পারে ?

ক) দীর্ঘস্থায়ী 

খ) স্বল্পমেয়াদি 

গ) স্বল্পমেয়াদি ও দীর্ঘস্থায়ী 

ঘ ) মধ্যমেয়াদি 


১৮) ভাউচার কী ? 

ক) লেনদেনের প্রমাণপত্র 

খ) হিসাবের বই

গ) ক্রেতার বিবরণ 

ঘ) বিক্রেতার বিবরণী


( ১৯) বিনিয়োগ কী ধরনের হিসাব ?

ক) সম্পদ হিসাব
খ ) আয় হিসাব
গ) ব্যয় হিসাব
ঘ) দায় হিসাব

___________________________



আরও পড়ুন>


সম্পদ সংক্রান্ত সাধারণ জাবেদা

ব্যয় সংক্রান্ত সাধারণ জাবেদা

দায় সংক্রান্ত সাধারণ জাবেদা

আয় সংক্রান্ত সাধারণ জাবেদা

মালিকানা স্বত্ব সংক্রান্ত সাধারণ জাবেদা

মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা। 

মালিক কর্তৃক পণ্য উত্তোলন জাবেদা । 

 আগুনে বিনষ্ট পণ্য সাধারন জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয়। 

বিজ্ঞাপনের উদ্দেশ্যে পন্য উত্তোলন জাবেদা


____________________


(২০) জাবেদা বলতে কী বোঝায় ? 
ক) একটি পূর্ণ হিসাব
খ) একটি সংক্ষিপ্ত হিসাব
গ) চূড়ান্ত হিসাব
ঘ) লেনদেনের ডেবিট - ক্রেডিট বিশ্লেষণ


২১)  যদি মালিকের অর্থে অফিসের জন্য সম্পদ ক্রয় করা হয় , তখন কোন হিসাব খাত ডেবিট অব ক্রেডিট হবে ?
ক) মূলধন হিসাব– ডেবিট
খ) মূলধন হিসাব– ক্রেডিট
গ) উত্তোলন হিসাব- ডেবিট -
ঘ) উত্তোলন হিসাব – ক্রেডিট


২২) হিসাব হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিক  অপেক্ষা বেশি হলে, কোনটি প্রকাশ করবে ?

ক) ডেবিট ব্যালেন্স

খ) ক্রেডিট ব্যালেন্স

গ) সম্পদ

ঘ) দায়


২৩) সমাপ্তি ব্যালেন্সের জন্য কোনটি ব্যবহৃত হয় ?

ক) বি/ডি
খ) সি/ও 
গ) বি/এফ 
ঘ) সি/ডি


২৩) আধুনিককালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ?

ক )চলমান জের ছক 

খ) T ছক 

খ ) হিসাবের নতুন ছক 

ঘ) আধুনিক ছক , 


২৪) কোন হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স উভয়ই আছে ? 

ক) ব্যক্তিবাচক হিসাব 

খ) সম্পদ হিসাব 

গ) নগদান হিসাব 

ঘ) দায় হিসাব


২৫) নগদান বই সর্বদা কোনটি প্রদর্শন করে ? 

 ক) নীট মুনাফা 

খ) ডেবিট এবং ক্রেডিট উভয় উদ্বৃত্ত 

 গ ) ক্রেডিট উদ্বৃত্ত

 ঘ) ডেবিট উদ্বৃত্ত


২৬ কন্ট্রা এন্ট্রি কী ? 

ক) দুইটি দাখিলা 

খ) বিপরীত দাখিলা

গ) প্রারম্ভিক দাখিলা 

ঘ) সমন্বয় দাখিলা 


২৭) বকেয়া বেতন কি ধরনের হিসাব? 

ক) নামিক হিসাব 

খ) সম্পদ হিসাব 

গ) দায় হিসাব 

ঘ) ব্যয় হিসাব 


২০১৫ সালের রাজশাহী বর্ডের বাছাইকৃত বহুনির্বাচনির উত্তর মালা 

যারা হিসাব বিজ্ঞানে অত্যাধিক দুর্বল এবং খুব সহজেই হিসাব বিজ্ঞান বুঝতে শিখতে চান তারা আমাদের এই একাউন্টিং মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।আমাদের ফেইসবুক পেইজ ফলো করুণ, ও ফেইসবুক গ্রুপে জয়েন হন।





আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করুন, আমাদের ফেসবুক পেজে লাইক করতে এখানে ক্লিক করুন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিয়মিত আপডেট জানুন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে  এখানে ক্লিক করুন । 


আমাদের ইউটিউব চ্যানেলঃ accountingmama



আপনার পছন্দ হতে পারে