What kind of jobs can be obtained by studying accounting? হিসাব বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে কি ধরনের চাকরি পাওয়া যাবে??
What kind of jobs can be obtained by studying accounting? হিসাব বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে কি ধরনের চাকরি পাওয়া যাবে??হিসাববিজ্ঞান পড়ে কি হওয়া যায়
১) টিচারঃ আপনি চাইলে একজন দক্ষ শিক্ষক হতে পারবেন। হিসাব বিজ্ঞান একটি গুরুত্বপূর্ন বিষয় , আপনি যদি এই বিষয় এই উপর ভালো দক্ষতা অর্জন করতে পারেন তবে আপনি বিভিন্ন স্কুল , কলেজে শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে পারেন।
০২) টিউশনিঃ হিসাব বিজ্ঞান বিষয় টার উপর আপনার জ্ঞান যদি পূর্ন থাকে , আপনি যদি অন্য দের দেই বিষয় টাকে সহজ ভাবে বুঝাতে পারেন তবে আপনি ছাত্র-ছাত্রী পড়াতে পারেন। অনেক ছাত্র-ছাত্রী এই বিষয় টাতে খুব দূর্বল থাকে, তাদের সাহায্য করতে পারবেন।
০৩) ব্যাংকে চাকরি ঃ হিসাব বিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করে তাদের বেশিরভাগ মানুষ ব্যাংকেই চাকরি করে। মূলত ব্যাংকের চাকরি টাই সব থেকে পার্ফেক্ট এই বিষয় টার জন্যে।
০৪) হিসাব রক্ষকঃ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসেবে কাজ করতে পারবেন। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে।
___________________________
০৫) ফ্রিলান্সিংঃ হিসাব বিজ্ঞানে পড়ালেখা করে কি ফ্রিলান্সিং সম্ভব? হ্যা, অবশ্যই সম্ভব । তবে আপনাকে পরালেখার পাশা-পাশি কিছু বিশেষ গুনের অধিকারি হতে হবে, যেমন আপনাকে কম্পিটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনাকে কিছু সফটওয়ার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। যদি আপনি এগুলো আয়ত্তে আনতে পারেন তবেই আপনি ইন্তারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে কাজ করতে পারবেন, যেমন ফাইভার ,আপওয়ার্ক, পিপল পার আওয়ার ইত্যাদি মার্কেট প্লেসে একাউন্টিং নিয়ে কাজ করে ডলার ইনকাম করতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত অন্য কোন এক দিন বল যদি আপনারা জানতে চান।
০৬) সিএ ফার্মে জব করতে পারবেন।
০৭) এজজিও কোম্পানি গুলতে জব করতে পারবেন।
০৮) আপনি চাইলে ব্লগিং, ইউটিউবিং করেও আয় করতে পারবেন। আপনি নিজের একটা অয়েব সাইত খুলে সেখানে লেখালিখি করে আয় করতে পারবেন। যেমন ঃ আমি নিজেই আমার accountingmama.com নামক ওয়েব সাইটে লেখালিখি করি। এছাড়াও আমার রয়েছে একটি ইউটিউব চ্যানেল সেখানে আমি হিসাব বিজ্ঞান এর উপর তিউটরিয়াল ভিডিও আপলোড করে থাকি।
What kind of jobs can be obtained by studying accounting? হিসাব বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে কি ধরনের চাকরি পাওয়া যাবে??
অনার্স একাউন্টিং সাবজেক্ট কি কি
হিসাববিজ্ঞান পড়ে কি হওয়া যায়
একাউন্টস অফিসারের কাজ কি
কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়
হিসাব রক্ষকের দায়িত্ব ও কর্তব্য
শাখা হিসাবরক্ষক এর কাজ কি
একাউন্টেন্ট এর কাজ কি
হিসাব বিজ্ঞানে অনার্স
Post a Comment