হিসাব বিজ্ঞান সাধারণ খতিয়ান পার্ট ০১। খতিয়ানের প্রাথমিক ধারণা। খতিয়ান কাকে বলে? খতিয়ান কি? খতিয়ানের বৈশিষ্ট কি কি? Khotiyan prathomin dharona
হ্যালো বন্ধুরা কেমন আছেন সাবাই? আসা করি সবাই খুব ভালো আছেন? আমি আজকে আপনাদের মাঝে হিসাব বিজ্ঞানের সাধারণ খতিয়ান নিয়ে প্রাধমিক ভাবে আলোচনা করব/। আজকের এই পর্বে আপনারা জানবেন খতিয়ান কাকে বলে? খতিয়ান কি? খতিয়ানের বৈশিষ্ট কি কি?
তো চলুন শুরু করি>>>
তো বন্ধুরা আপনাদের খতিয়ান শিখতে হলে আগে সাধারণ জাবেদা শিখতে হবে। জাবেদা থেকেই খতিয়ান করতে হয়। জাবেদা যদি না জেনে থাকেন তাহলে আপনারা শুধু খতিয়ান নয়, পুরা হিসাব বিজ্ঞান টাই বুঝতে আপনাদের খুব সমস্যা হবে। তাই আপনাদের যদি জাবেদাতে সমস্যা থেকে থাকে তবে আপনাদের আগে জাবেদা শিখে নিতে হবে। আমাদের এই ওয়েব সাইটে সাধারণ জাবেদার পোস্ট করা রয়েছে, এছাড়াও আমাদের ইউটিব চ্যানেলে সাধারণ জাবাদার প্লে লিস্ট আছে সেখান থেকেও আপনারা দেখে শিখতে পারেন। ওয়েব সাইট থেকে দেখতে এখানে ক্লিক করুন। আর ইউটব চ্যানেল থেকে দেখতে এখানে ক্লিক করুন।
হিসাবে বিজ্ঞানে লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদায় এন্ট্রি করে রাখা হয়। পরবর্তীতে এই লেনদেন গুলো কে স্থায়ীভাবে পাকা বই এ সারিবদ্ধ ভাবে লিখে রাখা হয় । আর এই লেনদেন গুলো কে স্থায়ীভাবে পাকা বই তে লিখে রাখা বা এন্ট্রি করে রাখা কে খতিয়ান বলে। খতিয়ানে একই জাতীয় বা একই শ্রেণির লেনদেন সমূহ কে পৃথক পৃথক ভাবে লিখে রাখা হয়। হিসাব বিজ্ঞানে খতিয়ান কে হিসাবের পাকা বই বলা হয়।
এতক্ষণ ধরে আমরা যেই তথ্য গুলোনিয়ে আলোচনা করলাম তাকে সংক্ষেপে এভাবে বলা যায়।
প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির হিসাব যেমনঃ সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় , ব্যয় ইত্যাদি হিসাব সংরক্ষণ করা হয়। আর এই পৃথক পৃথক হিসাব গুলোকে খতিয়ান বলা হয়।
এখানে আপনারা হয়তো খুব সহজে বুঝতে পারছেন না। তাই আপনাদের বলব আমাদের ইউটিব চ্যানেলের মাধ্যমে এই পর্ব টির ভিডিও দেখে নিতে পারেন । তাতে আপনারা আরও বিস্তারি জানতে পারবেন। মনের সব কথা লিখে বুঝনো সম্ভব নয়।
এখুন আসুন আমরা খতিয়ানের বৈশিষ্ট নিয়ে আলোচনা করি।
০২) খতিয়ান প্রস্তুতে “T” ছক বা “চলমান জের” ছক অনুসরণ করা হয়। খতিয়ানে দুই ধরনের ছক ব্যবহার করা হয়। একটি "T" আর আরেক টি চলমান "জের ছক"।
০৩) প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের নির্ণয় করা হয়। যেমন ঃসম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় , ব্যয় ইত্যাদি।
০৪) খতিয়ান তৈরি করার সময় জাবেদা সহায়ক বহি হিসেবে কাজ করে। আমরা আগেই বলেছিলাম যে আপনাদের খতিয়ান শিখতে হলে আগে সাধারণ জাবেদা শিখতে হবে। অর্থাৎ আগে জাবেদা তার পরে খতিয়ান। জাবেদা থেকেই খতিয়ান করতে হয়। জাবেদা যদি না জেনে থাকেন তাহলে আপনারা শুধু খতিয়ান নয়, পুরা হিসাব বিজ্ঞান তাই বুঝতে আপনাদের খুব অশুবিধা হবে। তাই আপনাদের যদি জাবেদাতে সমস্যা থেকে থাকে তবে আপনাদের আগে জাবেদা শিখে নিতে হবে। আমাদের এই ওয়েব সাইটে সাধারণ জাবেদার পোস্ট করা রয়েছে, এছাড়াও আমাদের ইউটিব চ্যানেলে সাধারণ জাবাদার প্লে লিস্ট আছে সেখান থেকেও আপনারা দেখে শিখতে পারেন। ওয়েব সাইট থেকে দেখতে এখানে ক্লিক করুন। আর ইউটব চ্যানেল থেকে দেখতে এখানে ক্লিক করুন।
___________________________
আরও পড়ুন>
০৫) খতিয়ান হতে প্রাপ্ত জের হিসাবের জের, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে।
০৬) খতিয়ানের জের দ্বারা বেওয়ামিল প্রস্তুত করা হয় । অর্থাৎ হিসাব বিজ্ঞানে লেনদেন থেকে জাবেদা করা হয় এর পরে জাবেদা থেকে খতিয়ান , এর পরে খতিয়ান থেকে রেওয়ামিল তৈরি করা হয়।
বন্ধুরা এতোক্ষন আমরা খতিয়ানের প্রাথমিক ধারনা গুলো নিয়ে আলোচনা করলাম । এই তথ্য গুলো আপনাদের অনেক সময় M.C.Q. প্রশ্নে আসবে । তাই এই তথ্য গুলো মনে রাখার চেষ্টা করবেন।
এখুন আসুন আমরা খতিয়ানের ছক দুটি দেখে নেই । আমরা জেনেছি যে সাধারণ খতিয়ানের ছক দুইন ধরনের হয়। একটা কে বলে "T" ছক আর অন্য টি চলমান "জের ছক" । অর্থাৎ এই দুটি ছকের মাধ্যমে সাধারণ খতিয়ান করা যায়। তবে এর মধ্যে চলমান জের ছকের মাধ্যমে খতিয়ান করাটা তা তুলনামূলক ভাবে সহজ, আর T ছকের মাধ্যমে একটু কঠিন । কারণ T ছকে ব্যালেন্স বি/ডি এবং ব্যালেন্স সি/ডি করতে হয় তাই অনেকের কাছে এটা একটু কঠিন মনে হয়। সে যাই হোক আমাদের দুটিই শিখতে হবে। তেব পরীক্ষাতে বেশিরভাগ সময় চলমান জের ছক ব্যবহার করে খতিয়ান করতে বলে। যদি প্রশ্নের উল্লেখ থাকে তবে সেই ছক ব্যবহার করেই খতিয়ান করতে হবে। আর উল্লেখ না থাকলে আপনার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করে খতিয়ান করতে পারবেন। আপনাদের জন্যে নিছে দুটি ছকের নমুনা দেখানো হলোঃ
হিসাব বিজ্ঞানের সূত্র,হিসাব বিজ্ঞান জাবেদা,জাবেদা সমূহ, জাবেদা শেখার সহজ উপায়,নবম, শ্রেণির হিসাব বিজ্ঞান জাবেদা,হিসাব বিজ্ঞান জাবেদা সৃজনশীল,জাবেদা সূত্র, হিসাব বিজ্ঞান খতিয়ান, হিসাব বিজ্ঞান রেওয়ামিল,হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর,হিসাব বিজ্ঞান নবম দশম খতিয়ান,জাবেদা প্রশ্ন ও উত্তর ssc,নবম শ্রেণির হিসাব বিজ্ঞান প্রশ্ন উত্তর,খতিয়ান সৃজনশীল প্রশ্ন, জাবেদা প্রশ্ন ও উত্তর,ডেবিট ক্রেডিট চেনার উপায়,জাবেদা দাখিলা,জাবেদা অংক,হিসাববিজ্ঞান জাবেদা, জাবেদা প্রশ্ন ও উত্তর hsc,ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র,নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন, ডেবিট ক্রেডিট নির্ণয়ের ঘর,জাবেদা প্রশ্ন ও উত্তর একাদশ, জাবেদার উদাহরণ,আধুনিক পদ্ধতিতে ডেবিট-ক্রেডিট নির্ণয়,লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়
আমাদের ইউটিউ চ্যালেন থেকে ঘুরে আসতে পারেন
Post a Comment